
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় বিভিন্ন সময়ে চুরি হওয়া সাতটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ । বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ও ওসি মো. আবুল কায়েস আকন্দ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের মোতালেব হোসেন চৌধুরী ওরফে জুলু মিয়া (৩৫) ডেইরী ফার্ম থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে ।উদ্ধারকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৮৫ হাজার টাকা । ডেইরী ফার্মের মালিক জুলু মিয়া পলাতক থাকলেও তার স্ত্রী লিপি আক্তার (৩০) কে আটক করেছে থানা পুলিশ ।
উদ্ধারকৃত গরুর মালিকরা হলেন- উপজেলার জয়নগর গ্রামের মেহেদী হাসানের ২ টি, কাশিপুর গ্রামের সিরাজুল ইসলামের ১ টি,কুড়িয়ালিকান্দি গ্রামের ফজলুর রহমানের ১টি, খোদেদাউদপুর গ্রামের হেলাল উদ্দিনের ১ টি, খোদেদাউদপুর গ্রামের সফিউল্লাহ সফিকের ১ টি ও হোমনা পূর্বপাড়া গ্রামের মো. আবুল হাসেমের ১ টি গরু ।
থানা সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ সোমবার উপজেলার জয়নগর গ্রামের মেহেদী হাসানের ফার্ম থেকে ৭ টি গরুর মধ্যে ২ টি গরু তার বাড়ি থেকে চুরি হয়। মেহেদী হাসান গোপনীয়ভাবে কাচারীকান্দি গ্রামের মোতালিব হোসেনের ফার্মে গরুর খোঁজ খবর পেয়ে পুলিশে খবর দেয় । এএসপি সার্কেল ও ওসির নেতৃত্বে পুলিশ এসে দুইটি গরু উদ্ধার করে থানায় নিযে য়ায় । কিন্তু তার ফার্মে আরো ৫টি গরু আছে। ঘটনা জানাজানি হলে যাদের গরু চুরি হয়েছিল তারা তাদের গরু শনাক্ত করে মালিকানা দাবি করেন । গ্রেফতারকৃত মোতালেব হোসেন চৌধুরী প্রঃ জুলু মিয়া এর স্ত্রী লিপি আক্তার (৩০) জানায় উদ্ধারকৃত গরু সমূহ হোমনা এলাকার চিহ্নিত গরু চোর কামাল মিয়া (৪২), পিতা-মৃত আনোয়ার আলী, সাং-লটিয়া এবং তার সহযোগীদের নিকট হতে প্রায় অর্ধেক দামে বিভিন্ন সময়ে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের জন্য নিজের গোয়াল ঘরে রাখে। চোরাই গরু উদ্ধারের পর গরুর প্রকৃত মালিকগণ তাদের নিজ নিজ গরু শনাক্ত করে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে যার যার গরু মালিকদের দিয়ে দেওয়া হবে ।
হোমনা- মেঘনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, উপজেলার কাচারিকান্দি গ্রামে অভিযান চালিয়ে জুলু মিয়ার ফার্ম থেকে ৭ টি গরু উদ্ধার করি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে । বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।