আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে । প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজার, হোটেল, শপিংমলসহ বিভিন্ন দোকান ও ফার্মেসিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্য বিধি মেনে না চলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তানিয়া ভুইয়া। এ সময় তাদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তানিয়া ভুইয়া বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় এ জরিমানা করা হয় । সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করি এবং এ অভিযান অব্যাহত থাকবে ।