
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় জাহাঙ্গীর চৌধুরী (৪৫) নামের ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । সে উপজেলার মহনপুর গ্রামের মৃত এবিএম চৌধুরীর ছেলে ।
থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে হোমনা থানার এ এসআই মোর্শেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে সিআর ৪৪৯/১০ আদালতের মামলার ৩ বছরের সাজা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।
হোমনা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কায়েস আকন্দ জানান, সাজা প্রাপ্ত আসামি জাহাঙ্গীর চৌধুরীকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।