
আইয়ুব আলী, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা খেটে খাওয়া অসহায় ৮০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সমাজ সেবা অফিসের সামনের মাঠে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয় । জানা গেছে, প্রত্যেক পরিবারের মাঝে চাল, আলু, পেঁয়াজ, তেল ও সাবান প্রদান করা হয় ।
উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রমযান আলীসহ সংশ্লিষ্টদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।