
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয়েরে বাস্তবায়নে প্রতিবন্ধী শিক্ষাউপবৃত্তি প্রাপ্ত ১৭৮জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১২ লাখ ৭০ হাজার টাকার শিক্ষা উপবৃত্তি ও ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা সমাজসেবা অফিসার মো. রমজান আলী, সমাজসেবা অফিসের অফিস সহকারী সিরাজুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মোসলেহ উদ্দিন, মো. শাহজাহান,মো. মতিউর রহমানসহ অফিসের কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।