আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় রামকৃষ্ণপুরে তিতাস নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । রবিবার বিকেলে রামকৃষ্ণপুর এলাকার বাজার সংলগ্ন আড়ালিয়া পশ্চিম পাড়া মসজিদ ঘাটের তিতাস নদী থেকে এ লাশ উদ্ধার করা হয় ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রবিবার দুপুরে লাশটি নদীতে ভাসতে দেখে প্রথমে চান্দেরচর ইউপি চেয়ারম্যানকে খবর দেয় স্থানীয়রা। পরে ইউপি চেয়ারম্যান হোমনা থানাকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । তবে লাশটির বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হতে পারে বলে ধারনা করা হচ্ছে । তার পরনে জিন্স প্যান্ট, জ্যাকেট ও গোল গলা গেঞ্জি ছিল । লাশের খবর পেয়ে হাজার হাজার উৎসুক জনতা নদীর দু’ধারে ভিড় জমায় ।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কয়েকদিন আগেই গলায় লুঙ্গি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। লাশটি পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার উজানচর এলাকা থেকে ভেসে এসেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।