মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ এ প্রতিপাদ্য এবং “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় স্যানিটেশন মাস ও জাতীয় হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার কৌশল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকালে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাত ধোয়ার কৌশন অনুষ্ঠানে মিলিত হয়।প্রধান অতিথি হিসেবে র্যালি ও হাত ধোয়া অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্সসহ টিউলিপ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
পরে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীসহ উপস্থিত অতিথিরা শিশু কিশোরদের হাত ধোয়ার কৌশল দেখিয়ে দেন।