
মো. ইব্রাহিম খলিল, হোমনা , কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় ইতি আক্তার (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইতি আক্তার ওই গ্রামের মামুনের স্ত্রী। সংবাদ পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে ,৩/৪ মাস আগে দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামের দরিদ্র আবুল হোসেনের মেয়ে ইতি আক্তারকে ছয়ফুল্লাকান্দি গ্রামের মামুনের সাথে বিয়ে দেন । মামুন মাছ ধরার কাজ করেন । অভাব-অনটনের সংসার। নববধূকে বেশি সময় দিতে পারে না।ইতির পরিবারের লোকজনের সন্দেহ মামুন পরকিয়ায় জড়িত হয়ে পড়েছে । এ নিয়ে স্বামীর সাথে তার বিভিন্ন সময় কথা কাটাকাট ও মনোমালিন্য হয় । গতকাল রাতে স্বামী মামুন মাছ ধরতে চলে গেলে ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহতা করে ইতি আক্তার।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।