
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী।
সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বি, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.সরফরাজ হোসেন খান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন , খন্দকার হুমায়ুন কবির, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন, শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।