
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি >>
কুমিল্লার হোমনায় একটি অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দারিদ্র বিমোচন , শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতী সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৪টায় উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনাসভায় সংস্থার চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন (সাকু) এর সভাপতিত্বে এবং সংস্থার শিশু ও মহিলা বিষয়ক পরিচালক ফাতেমা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংস্থাটির প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক সুরাইয়া ইসলাম, স্বাস্থ্য বিষয়ক পরিচালক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহীদ উল্লাহ্, স্থায়ী সদস্য সাচি এ হোসেন, মহা সচিব মো. ওমর ফারুক ও সিনিয়র সহ-সভাপতি মো. মকবুল হোসেন, ভাষানিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন ও অভিভাবক সদস্য মো. খাজা মিয়া প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন ও সহ-সভাপতি আবু রায়হান চৌধুরী, উক্ত সংস্থার অন্যতম সদস্য মো. আনোয়ার হোসেন আনুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ভাষানিয়া ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে উক্ত সংস্থার চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন (সাকু) , প্রধান পৃষ্ঠপোষক সুরাইয়া ইসলাম ও স্থায়ী সদস্য সাচি এ হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অপরদিকে, আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ৩৬তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া ডা. সুবর্ণা শামীম আলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে প্রথম হওয়া ইসরাত জলিল মীমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংস্থাটির পক্ষ থেকে কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার সৌন্দর্য্যবর্ধন , একটি আস্থা লাইব্রেরি ও আস্থা ঘড়ি উদ্বোধন করা হয় এবং দারিদ্র বিমোচনে ২৫টি সেলাই মেশিন ও ২২টি ছাগল বিতরণ করা হয়। এছাড়া ৫০ টি মশারি, ৬০০টি গাছ ও ৫০০জন ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়