
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সোমবার সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন শেষে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা । পরে দুর্নীতিবিরোধী একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা উপজেলা পরিষদের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এতে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা,থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক,সাধারণ মো. আলী নেওয়াজ, উপজেলা প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, প্রধান শিক্ষক মো.লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন ।