মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে এবং ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে চৌকশ অভিযানিক দলটি ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায়, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১ নং ইউনিয়নের খট্টামাধবপাড়া ৫ নং ওয়ার্ড এলাকায় পূর্ব গোপন তথ্যের ভিত্তিতে পাকা রাস্তার ধারে ওঁৎ পেতে থাকে। এই অবস্থায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক উক্ত রাস্তা দিয়ে আসে। সেই ইজিবাইকটির গতিবিধি লক্ষ্য করে ইজিবাইকটির গতিরোধ করা হয়। ইজিবাইকে যাত্রী সেজে মোছাঃ মেহেরুন-এর ডান হাতে একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালালে ভ্যানিটি ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ উক্ত নারীকে আটক করা হয়। আটক নারী হাকিমপুর উপজেলার ১ নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোঃ মুক্তারুল এর স্ত্রী মোছাঃ মেহেরুন (৪৮)। উদ্ধারকৃত ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬ লক্ষ টাকা।
পরবর্তীতে আটককৃত মেহেরুন (৪৮)-কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সরণীর ১০ (ক) ধারায় হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযান চলাকালীন ডিএনসি দিনাজপুর এর চৌকস অভিযানিক দলের সদস্য হিসেবে ছিলেন এএসআই হীরা বেগম, মোঃ গোলাম রব্বানী, সিপাহী মোহাম্মদ আলী, মোঃ হাসিবুর ইসলাম, জীবন কুমার রায়, মোঃ ফেরদৌস আহমেদ, আল আমিন মিয়া, ওয়ারলেস অপারেটর মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
এই অভিযান সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।