ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চাউলের দাম বেশি নেওয়া ও মুল্য তালিকা না টাঙানোর অপরাধে ৩ ব্যাবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার হরিণাকুন্ডু বাজার এলাকার চাউল ব্যাবসায়ী রতন পাল, অশিত পাল ও আইয়ুব হোসেনের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বেশি দামে চাউল বিক্রয় ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।