মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি তে উপ- ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) পদে সম্প্রতি যোগদান করেছেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার কৃতী সন্তান মো. রেজাউল করিম।
জানা গেছে, মো. রেজাউল করিম ১৯৯৪ ইং সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
তার ৩০ বছরের কর্মজীবনের ৩০ বছরই মাঠ পর্যায়ে কাজ করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যেমন – তিনি লোকাল অফিস প্রধান, জিএম অফিস প্রধান, প্রিন্সিপাল অফিস প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্য ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মো. রেজাউল করিম ৪ টি গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক হিসেবে দক্ষতা ও সফলতার সাথে নিজ দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি প্রধান কার্যালয়, বিভিন্ন কর্পোরেট শাখা, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, জেনারেল এডভান্স ডিভিশন, ইন্টারন্যাশনাল ট্রেড ডিভিশনসহ জেনারেল ব্যাংকিং এর বিভিন্ন ডেস্কে তিনি অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে কাজ করেছেন। ব্যাংকিং খাতের বিভিন্ন সেক্টরে দক্ষতা ও সফলতার সাথে কাজ করার জন্য তিনি এওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, তিনি “স্মার্ট ব্যাংকার ও পরিচ্ছন্ন ব্যাংকার” হিসেবে এওয়ার্ড পেয়েছেন। কর্মীবান্ধব ও গ্রাহকবান্ধব বিভিন্ন নীতিমালা প্রনয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ব্যাংকিং জীবনের এই দীর্ঘ সময় তার নেতৃত্ব, সততা, নৈতিকতা, বিচক্ষণতা, উন্নয়নের প্রচেষ্টা ও কর্মোদ্যোগ সোনালী ব্যাংকের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে।তিনি কর্মীবান্ধব, গ্রাহকবান্ধব ও ব্যাংকবান্ধব একজন দক্ষ নির্বাহী। কর্মীবান্ধব ও পরোপকারী হওয়ায় সোনালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের কাছে তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
দেশে বিদেশে বিভিন্ন জার্নালে তার ৫ টি প্রকাশনা রয়েছে এবং পেশাগত ডিগ্রি সিসিএনএ অর্জন করেছেন।
এছাড়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও দুবাই বিভিন্ন দেশে তিনি পেশাদার ব্যাংকিং প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে ব্যাংকিং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বিআইবিএম ও সোনালী ব্যাংক স্টাফ কলেজে এ ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকেন। মাঠ পর্যায়ে কমপ্লায়েন্স মেইনটেইন করে সকল ব্যাংকিং কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে ৩ টি বই প্রকাশ করেন এবং বিনামূল্যে তা সকল শাখায় সরবরাহ করেন।
তিনি ইউরিয়া সার কারখানা উচ্চ ম্যাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যধ্যমিক, ঢাকা কলেজ হতে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার গর্বিত পিতা। জনাব মো. রেজাউল করিম হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।