ক্রাইম পেট্রোল ডেস্কঃ
কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির সরঞ্জামাদিসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ রাত্র ২৩.৫০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন জলিল স্মরণিস্থ ছোট বয়রা আজিজের মোড়স্থ সাজিন মাদানী এন্টারপ্রাইজ নামক বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর ১) মোঃ বখতিয়ার শেখ(৩৪), পিতা-আছির উদ্দিন শেখ, সাং-সৈয়দপুর মোড়লপাড়া, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট; ২) মোঃ হামিদ মোল্লা(২৪), পিতা-মোঃ রহমান মোল্লা, সাং-বারুইপাড়া চাকশ্রী ফয়লা রোড, থানা-রামপাল, জেলা-বাগেরহাট; ৩) সুজন হাওলাদার(২৭), পিতা-আব্দুল কুদ্দুস হাওলাদার, সাং-ভট্ট বালিয়াঘাটা (ভট্ট কনকপুর), থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট; ৪) মতিয়ার রহমান(৩৮), পিতা-আছির উদ্দিন শেখ, সাং-সৈয়দপুর মোড়লপাড়া, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট এবং ৫) জিয়া শেখ(৩৮), পিতা-মোঃ আব্দুল্লাহ শেখ, স্থায়ী সাং-বাঁশতলা, থানা-মংলা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-লক্ষীখোলা মধ্যপাড়া, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদের’কে ডাকাতির জন্য সমবেত হয়ে দেশীয় অস্ত্রে সু-সজ্জিত অবস্থায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকরাকালীন হাতে নাতে গ্রে’ফতার করা হয়। গ্রেফতারকৃত এজাহারনামীয় ডা’কাতদের মধ্য হতে ০১ নং আসামীর নিকট হতে ১৮ ইঞ্চি লম্বা ০১ টি কাটার; ০২ নং আসামীর নিকট হতে ৩৪ ইঞ্চি লম্বা ০১ টি সামোরা তলোয়ার; ০৩ নং আসামীর নিকট হতে ২১ ইঞ্চি লম্বা ০২ টি লোহার র’ড়; ০৪ নং আসামীর নিকট হতে ১০ ইঞ্চি লম্বা ০১ টি স্টিলের চা’কু এবং ০৫ নং আসামীর নিকট হতে ১০ ইঞ্চি লম্বা ০১ টি কা’চি (সিজার), ১২ ইঞ্চি লম্বা ০১টি ক্রু’-ড্রাইভার ও ২২ ইঞ্চি লম্বা ০১ (এক)টি লোহার র’ড এবং ডা’কাতির কাজে ব্যবহৃত একটি mahindra ০১ টনি পিকআপ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১০, তাং-২৪/১১/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার এসআই (নিঃ) মোঃ তৌহিদুর রহমান। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের নামে বিভিন্ন থানায় ০১ নং আসামীর বিরুদ্ধে চুরি, দস্যুতা ও মাদকসহ ০৬ টি মামলা; ০২ নং আসামীর বিরুদ্ধে ০২ টি চুরি মামলা; ০৩ নং আসামীর বিরুদ্ধে ০২ টি চুরি মামলা; ০৪ নং আসামীর বিরুদ্ধে ০২ টি চুরি মামলা এবং ০৫ নং আসামীর বিরুদ্ধে আসামীর বিরুদ্ধে ০১ টি চুরি মামলা রয়েছে।