সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক স্তরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার বিকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম হারুন-উর-রশিদ ও সহকারি শিক্ষা অফিসার খায়রুল ইসলাম প্রমূখ। বঙ্গবন্ধু টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দুলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয় এবংবঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিদ টুর্ণামেন্টে ১-০ গোলে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুবনী কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলায় দুটি চ্যাম্পিয়ান কাপ জিতে নেয় জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় উপজেলার ২৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেন। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিগণ।
