সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
সুন্দরগঞ্জ উপজেলায় বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম কালডোবা বিলের ধারে মানববন্ধন চলাকালে বিলের পানি নিষ্কাশনের দাবিতে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন- নদী বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উপজেলা আহ্বায়ক সাদেকুল ইসলাম দুলাল, নরেন্দ্র সরকার, আব্দুর রউফ মণ্ডল, আব্দুল জলিল মিয়া, মঞ্জুরুল মিয়া, আফছার আলী প্রমুখ। বক্তারা বলেন, কিছু সংখ্যক অসাধু লোক বিলের পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় প্রায় ১৫ বছর থেকে উক্ত বিলসহ উজানের ২০টি বিলের হাজার হাজার হেক্টর আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনাবাদিতে পরিণত হয়েছে। এতে ২০ হাজার কৃষকের জমিতে আমন মৌসুমে প্রায় ৭ লাখ ২০ হাজার মণ ধানের উৎপাদন ব্যাহত হচ্ছে। জরুরি ভিত্তিতে বিলগুলোর জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারে সু-দৃষ্টি কামনা করেন তারা।
