
ক্রাইম পেট্রোল ডেস্ক >> সুনামগঞ্জের জগন্নাথপুরে সবজি বাগানের আড়ালে চাষকৃত গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
শনিবার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের আবদুস সামাদ ওরফে আহাদ নামের এক ব্যক্তির বসতবাড়ি লাগোয়া একটি বাগান থেকে তিনটি গাঁজার গাছ জব্দ করে পুলিশ।
জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে উপজেলার আলীপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আবদুস সামাদ ওরফে আহাদের বসতবাড়ি লাগোয়া সবজি বাগানে চাষকৃত তিনটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুস সামাদ বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায় বলেও জানান তিনি। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় শনিবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।