অনলাইন ডেস্ক : আজ মঙ্গলবার সকাল ১০ টায় ‘সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সুনামগঞ্জ এর আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় স্বাগত বক্তব্য দেন ডা. মো. তানজিল হক কনসালটেন্ট (ফিজিওথেরাপি) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সুনামগঞ্জ। আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে দশটি স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।