ক্রাইম পেট্রোল ডেস্কঃ রাজধানীর সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার এবং প্রতারিত ২০ ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব-৪।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।
এর আগে, রবিবার সন্ধ্যায় সাভারের আনন্দপুর এলাকায় প্রজন্ম ফোর্স লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার মশিউর রাহমান (২১), কুড়িগ্রাম জেলার রবিউল ইসলাম রবি (২১) ও মোসলেম হোসেনের মেয়ে সাবিনা ইয়াসমিন (১৮) এবং বাতেনের স্ত্রী শাহারা বানু (৩৫)।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় একটি প্রতারক চক্র বিভিন্ন নিরীহ মানুষকে বেশী বেতনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নামে দীর্ঘ দিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিলো। পরে শাকিল আহমেদ নামের এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিলে সে চাকরি না পেয়ে র্যাব-৪ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করলে র্যাব প্রতারক চক্রটিকে ধরতে মাঠে নামে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাভারের আনন্দপুর এলাকায় অবস্থিত প্রজন্ম ফোর্স লিমিটেড নামক প্রতিষ্ঠান থেকে প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়।
এসময় প্রতারিত ২০ চাকরিপ্রার্থী ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্যক্তিদের ৩০টি যোগদান ফরম, ভাউচার ৭টি, নিয়োগ বিজ্ঞপ্তি ৫ টি, অঙ্গীকারনামা ১০টি এবং ৬ টি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরণের কাগজপত্র জব্দ করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।