
অনলাইন ডেস্ক : কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদসদস্য আবদুর রহমান বদি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা ‘পজিটিভ’ ফলাফল পাওয়া গেছে।
সাবেক সাংসদ আবদুর রহমান বদি মুঠোফোনে নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি করোনা ‘পজিটিভ’ হলেও তাঁর স্ত্রী কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ শাহীন আক্তার করোনা ‘নেগেটিভ’ হয়েছেন।
করোনার উপসর্গ নিয়ে কয়েক দিন ধরে কক্সবাজারের নিজ বাসায় অবস্থান করছিলেন আবদুর রহমান বদি। তবে স্ত্রী শাহীন আক্তারের করোনার ফলাফল ‘নেগেটিভ’ এলেও তাঁর শরীরে টাইফয়েড ধরা পড়েছে।