ক্রাইম পেট্রোল ডেস্কঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মিনহাজ উদ্দিন (১৯), মো. কফিল উদ্দিন (২২), মো. হানিফ (২২) ও মো. নাজিম উদ্দিন (৩৫)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ‘উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকা থেকে অ’বৈধভাবে কৃষিজমির মাটি কেটে নিচ্ছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে হাতেনাতে আ’টক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানোর জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।