মাহতাব উদিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর নিমনগর শেখপুরা লাইনপাড় এলাকায় জাহিদ হোসেনর বাড়িতে বিদায়ী আওয়ামীলীগ সরকারের পেটোয়া বাহিনী সংঘবদ্ধ হয়ে হা’মলা, মা’রধর, লু’টপাট ও ভাং’চুর করেছে।
হামলাকারীরা একই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী পরিবারের মোঃ জাহিদ হোসেন জানান, ‘গত ৫ আগস্ট ২০২৪ সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৫টায় বাড়ির সামনে দুইটি সিসি ক্যামেরা রাউটার অনু ভাং’চুর করে অতর্কিতভাবে হা’মলা চালায় । তারা বাড়ীতে প্রবেশ করে বাড়ীর যাবতীয় জিনিসপত্র ভাং’চুর করে। রাইস কুকার, প্রেসার কুকার, কম্পিউটার হার্ডডিস্ক, ল্যাপটপ , একটি সাউন্ড বক্স, ৪টি মোবাইল সেট ও নগদ ৩০ হাজার টাকা লু’টপাট করে নিয়ে যায় এবং তার ভাই মোঃ শাহীন আলম এর পুকুরের সীমানাখুঁটি ভাং’চুর ও পুকুর থেকে ২ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়।’
তিনি আরো জানান, ‘আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন রেলঘুন্টি শাপলা যুব ও ক্রীড়া সংঘের সদস্য মোঃ আকবর আলীর পুত্র মোঃ শাহীন, মোঃ সাইফুল ইসলাম গুড্ডু, মোঃ জাবেদ, হিরুর পুত্র মোঃ ফারুক, মৃত আব্দুস সাত্তারের পুত্র মোঃ জাকির, মোঃ হারুন, মৃত শুকুর আলীর পুত্র মোঃ রাসেল, মোঃ রহিম ওরফে মিঠা বাবাজীর পুত্র মোঃ মিলন মৃত দ্বারাজ মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম রবি, আনোয়ারের পুত্র মোঃ আল-আমিন, লাল মিয়ার পুত্র জিল্লুর, দুলালীর পুত্র মোঃ আলিফ অচেনা দুর্বৃত্তদের সাথে নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। তারা হামলা ও লুটপাট করে ধ্বংসযজ্ঞ চালায়।’
এ বিষয়ে গত ১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোঃ শাকিল ও শুভসহ ছাত্র সদস্য প্রায় ২০ জনের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শনসহ দুর্বৃত্তদের মাছ ধরতে নিষেধ করেন। এ ব্যাপারে দিনাজপুর সদর সেনা ক্যাম্পে মেজর বরাবর চারজন দুর্বৃত্তের ছবি ও ঘটনাস্থলে ধ্বংসযজ্ঞের ছবিসহ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।