তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ড্রেনেজ র্নিমাণ কাজের ঠিকাদারের বিরুদ্ধে জীবিত গাছ কর্তনের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে সরিষাবাড়ী কলেজ রোড থেকে এ মেহগনি গাছ কর্তন করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, -২০১৮-১৯ অর্থ বছরের জন্য গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ লক্ষ টাকা ব্যয় ধরে মুক্তিযোদ্ধা সংসদ জামে মসজিদ হতে টিএ্যান্ডটি মোড় পর্যন্ত ২২৫ মিটার ড্রেন নির্মাণের কাজ সেপ্টেম্বর/১৯ইং এর সময় সীমা বেঁধে দেন পৌর কর্তৃপক্ষ। কিন্তু উক্ত কাজটি নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আফরোজ কন্সট্রাকশন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন। ড্রেনেজ নির্মাণ কাজটি অপরিকল্পিতভাবে নির্মাণের ফলে লক্ষ লক্ষ টাকার প্রায় ৪০/৫০টি মেহগনি গাছের শিকড় ও গাছের অংশ কর্তন করা হয়েছে। ফলে গাছগুলো মরে যাচ্ছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কর্তন করেছে। যার ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ।এ নিয়ে সচেতন মহলের মাঝে নানা সমালোচনার ঝড় বইছে।
জানতে চাইলে ড্রেনেজ নির্মাণ কাজের ঠিকাদার মেসার্স আফরোজ কন্সট্রাকশন এর মালিক এ.কে.এম নুরন্নবীর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে গাছ কর্তনকারী শ্রমিক সবুজ ও দারোগ আলী জানান, পৌর প্যানেল মেয়র মোহাম্ম্দ আলীর নির্দেশে আমরা গাছটি কর্তন করেছি।
অভিযুক্ত পৌর সভার প্যানেল পৌর প্যানেল মেয়র মোহাম্ম্দ আলী বলেন. গাছ কর্তন করার বিষয়টি পৌর সভার সিদ্ধান্তে কর্তন করা হয়েছে।