
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি বাজারস্থ আনসার-ভিডিপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ মিন্টু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা সিনিয়র তথ্য অফিসার খন্দকার নুরন্নবী বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন-দোলভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম,সাবেক ডোয়াইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিল্টন সরকার, যুবলীগ নেতা-আবু বক্কর সিদ্দিক হামু প্রমুখ সহ স্থাানীয় গণ্যমান্য ও রাজনৈকিতক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সমাবেশ পরিচালনা করেন- উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামিউল আলম সামী।