তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর)ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যাদুর্গত ও করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সহায়তা দিয়েছেন। মরহুম আলহাজ্ব আব্দুল মালেক ১৯৬৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে বঙ্গবন্ধুর পার্লামেন্টে দুই দুই বার সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধকালীন ভারত-বাংলাদেশ যৌথ ক্যাম্পের মহেন্দ্রগঞ্জ ক্যাম্পের নির্বাচিত সভাপতি ছিলেন। তার কনিষ্ঠ পুত্র সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা, মোঃ মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ’র নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে সোমবার (২০ জুলাই) দিনব্যাপী পৌরসভার সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তাড়িয়াপাড়া, শিমলা বাজার, চাঁদ শিমলা, কোনাবাড়ি সহ বিভিন্ন জায়গায় শুকনো খাবার ত্রাণ সামগ্রী (চিড়া, মুড়ি, গুঁড়, পানি বিশুদ্ধকরণ ওষুধ ও স্যালাইন) বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ী অনার্স কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান,সাধারণ-সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মন্টু লাল তেওয়ারী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ,দপ্তর সম্পাদক আজাহার আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।