তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি>>
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে সামি (৫) ও তার খালাত বোন সাম্মী (৬) নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার তারাকান্দি গ্রামের সেকান্দর আলী সুতারের পুকুরে সামি ও সাম্মী গোসল করতে নামে।পরে দুজনই পানিতে ডুবে যায়।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দু’জনের লাশ উদ্ধার করে।নিহত দুই শিশু উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামচন্দ্রখালী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সামি(৫) ও একই ইউনিয়নের উদনারপাড়া গ্রামের শাহীন মিয়ার মেয়ে সাম্মী(৬)। তারা উপজেলা পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের নানা সেকান্দর আলী সুতারের বাড়ীতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।