
তৌকির আহাম্ম্দে হাসু সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে ও ১টি পৌরসভায় ২০১৯-২০অর্থ বছররের এডিপি’র বরাদ্ধ থেকে ডিজিটাল ও এনালগ ২৭টি স্প্রে মেশিন এবং উপজেলা সহকারী প্রকৌশলীর কার্যালয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩০ কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।শনিবার (২৮ মার্চ) উপজেলা পরিষদ থেকে প্রতিটি ইউনিয়নও পৌর সভায় ১টি ডিজিটাল ও ২টি করে এনালগ স্প্রে মেশিন ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,উপজেলা সহকারী প্রকৌশলীর কার্যালয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ুন কবীর,তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল,উপ-সহ কারী প্রকৌশলী আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে ইউ এন ও’র নির্দেশে উপজেলার পৌরসভা ও ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রাম,হাট-বাজারে করোনা ভাইরাস সম্পর্কে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বার্তা প্রচার করা হয়।যার ফলে উপজেলার হাটবাজার,মোড় এলাকায় জনসমাগম কমে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাহিরে বের হচ্ছে না। পুলিশের টহল অব্যাহত রয়েছে।