মো. মতিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এইচেসসি পরীক্ষার হলে শিক্ষক অনুপস্থিত থাকায় উক্ত শিক্ষককে অপসারণ করেছেন ইউএনও।
আজ বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র-২ পরিদর্শনে আসেন সরাইল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। এসে দেখেন কর্তব্যরত কর্মকর্তা অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা কেন্দ্রে অনুপস্থিত। সেকারণে তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অপসারণ করেন। পরবর্তীতে একই কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ এলাই মিয়াকে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেন।