শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাস্তা সম্প্রসারণ কিংবা নতুন রাস্তা করতে গিয়ে রাস্তার পাশে গরিব মানুষের ঘরবাড়ি ও গ্রাম কিছুতেই ভেঙে ফেলা যাবে না। এ বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজনে অ্যালাইনমেন্ট পরিবর্তন করে অন্যপাশ দিয়ে রাস্তা ঘুরিয়ে নিতে হবে। আর যদি কারও বাড়িঘর ভাঙতেই হয় তবে সেই ব্যক্তিকে উদারভাবে ক্ষতিপূরণ দিতে হবে।’ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১ নং বামনডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মনমথ মৌজার স্থায়ী বাসিন্দাদের দাবি ডাকবাংলো মোড় হতে দক্ষিণ দিকে ডিবি রোডটির পূর্ব ও পশ্চিম অংশ ব্যবসা-বাণিজ্য ও ঘনবসতিপূর্ণ এলাকা। এই সড়কটি বামনডাঙ্গার ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা। সড়কটি পূর্ব-পশ্চিম দুই ধারে ব্যবসা কেন্দ্র ছাড়াও সরকারি অফিসসহ স্কুল কলেজের অবস্থান রয়েছে। ডাকবাংলা মোড় হতে সড়কটি নির্মিত হলে ৬০০ মিটার এর মধ্যে ১ হাজারেরও বেশি পরিবার গৃহহীন হবে। এমনকি সরকারি খাদ্য গুদাম, পোস্ট অফিস, জনতা ব্যাংক, আব্দুল হক ডিগ্রি কলেজ, শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুল, রূপসী বাংলা বিদ্যাপীঠসহ অনেক বেসরকারি এনজিও, স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হবে। অধিগ্রহণের আওতায় সরকার রাজস্ব হতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। পক্ষান্তরে ডাকবাংলা মোড় হতে পূর্ব দিকে ৫০০ মিটার এগিয়ে কালিতলা হতে দক্ষিণে লেংগা খালের ওপর নির্মিত নতুন ব্রিজ হয়ে সড়কটি নির্মিত হলে হাজারোর্ধব পরিবারের বসতিসহ সরকারি- বেসরকারি স্থাপনা ও ব্যবসা কেন্দ্র ক্ষতি হতে রক্ষা পাবে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এলাকার সাধারণ জনগণের দাবি ডাকবাংলা মোড় হতে দক্ষিনে সড়কটি নির্মিত না করে অ্যালাইনমেন্ট পরিবর্তন করে কালিতলা হতে দক্ষিণে নির্মিত হলে সরকার অধিগ্রহণের আর্থিক ক্ষতি হতে রক্ষা পাবে। উল্লেখিত বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অত্র এলাকার সাধারণ জনগণ একটি গণস্বাক্ষরিত দরখাস্ত লিখে নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ গাইবান্ধা শাখাসহ প্রধানমন্ত্রী বরাবর এবং এ সংক্রান্ত কর্মকর্তাদের অবগতির জন্য আবেদনপত্রটি প্রেরণ করা হয়েছে মর্মে জানান ভুক্তভোগী শ্রী সুহৃদ চক্রবর্তী। এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ।