ক্রাইম পেট্রোল ডেস্কঃ জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর উত্তরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা শাখার আয়োজনে উত্তরা ১০ নং সেক্টরের কামারপাড়া নতুন বাজারে দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তুরাগ থানা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি এনামুল হক। সাংগঠনিক সম্পাদক লেহাজ উদ্দিন সরকারের সঞ্চালনায় সভায় বক্তৃতাকালে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহবান জানান জাতীয় পার্টি নেতা সাংবাদিক নজরুল ইসলাম দয়া। আলোচনা সভাপূর্বে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তৃতায় নজরুল ইসলাম দয়া বলেন, পার্টি শক্তিশালী করার প্রচেষ্টা করছেন জনতার বন্ধু জিএম কাদের। সক্রিয় থাকুন, কেউ দ্বন্দ্বে জড়াবেন না। এক নেতার একাধিক পদবির সিস্টেম বন্ধ করতে হবে। সাংগঠনিক নেতৃত্বে সক্রিয়, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন নেতাদের কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করলে কর্মীরা আরও সক্রিয় হবে। ইউপি নির্বাচন ও পৌরসভা নির্বাচনসহ সবগুলো নির্বাচনে সারাদেশে দলীয় প্রার্থী দিতে হবে। মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র প্রার্থী থাকলে তৃণমূলে কর্মী বাড়বে। কাউকে কেন্দ্রীয় পদবি দেওয়ারপূর্বে তৃণমূলের মতামতের বিকল্প নেই। আলোচনা সভায় বক্তব্য দেন তুরাগ থানা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, রামপুরা থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি নেতা লেবু মিয়া, মোকলেছ বেপারি, রুহুল আমিন, মাসুদ রানা, হাফিজ উদ্দিন, আবু তাহের, হেলাল উদ্দিন, আলমগীর হোসেন, মঙ্গল মিয়া, নারী নেত্রী রুপালি বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।