
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কম্বল বিতরণ করেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন। তিনি উপজেলা পরিষদ চত্বরে ৫ শতাধিক অসহায় দু:স্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার কামরুজ্জামান জিকু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি ও পৌর আওয়ামী লীগ নেতা তৈয়বুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়ন পরিষদ চত্বরে ৪ শতাধিক দু:স্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান জহুরুল হক খান এ কম্বল বিতরণ করেন। এসময় ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও একই দিনে উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণের খবর পাওয়া গেছে।