মিজানুর রহমান, শেরপুর সংবাদদাতা:
শেরপুর জেলার নালিতাবাড়ী পৌর শহরের তারাগগঞ্জ উত্তর বাজারে অবস্থিত মোহাম্মদ আলী মডেল স্কুল এর ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের সহযোগিতায় প্লে থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৫০ টি ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
উক্ত বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মডেল স্কুলের সভাপতি ও কণিকা ক্যাডেট একাডেমি নালিতাবাড়ী শাখার পরিচালক সাইয়েদ কুতুব। তিনি এ ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃজিয়াউর রহমান ও অন্যানঢ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।