আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা>>
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকা‘র উদ্যোগে শীর্তাত দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা সদরে এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রাক্তন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাজ্বী আমিরুল ইসলামের বাড়ির প্রাঙ্গণে সাড়ে তিনশতাধিক অসহায় মানুষদের মধ্যে কম্বল ও স্যুয়েটার বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী,ইয়ূথ ফোরাম অব বাংলাদেশের চেয়ারম্যান এম আমিনুল ইসলাম মুনির। এসময় উপজেলার ১৩টি ইউনিয়নে আড়াইশত কম্বল ও একশত স্যুয়েটার দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণের জন্য সংগঠনের প্রতিনিধিদের কাছে কম্বল হস্তান্তর করা হয়। বিতরণকালে যুব এসোসিয়েশনের সভাপতি এস আতিকুল ইসলাম মানিক,সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরী,সিনিয়র সহ সভাপতি জিয়াউল করিম সোহেল,সাংগঠনিক সম্পাদক এনামুল হুদা সুমন,প্রচার সম্পাদক কাজী মো. আজমান মিয়া,সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ আপ্যায়ন সম্পাদক শামীম শাহ, ব্র্যাকের সাবেক এরিয়া ম্যানেজার শাহ আলম ভূঁইয়া,জেঠাগ্রাম উদয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক রিপন খানসহ যুব এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,যুব এসোসিয়েশনর প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।এর আগেও তারা মা-দ-ক-বি-রো-ধী র্যালি,সমাবেশসহ এলাকার অসহায় ও দু:স্থদের মাঝে শাড়ি,লুঙ্গী,নগদ টাকা বিতরণ করেছেন। অরাজনৈতিক সংগঠনটিতে চারশতাধিক বিভিন্ন পেশায় কর্মরত সদস্য রয়েছে।