
Rule-5 : কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করছে,বলছে, যাচ্ছে, খাচ্ছে ইত্যাদি যুক্ত থাকলে Present continuous tense হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub. +am/is/are+ মূল verb এর শেষে ‘ing’ যোগ + Ext.
যেমন-
আমি ভাত খাচ্ছি- I am eating rice.
সে ভাত খাচ্ছে- He is eating rice.
Note : I এর সাথে am, We এর সাথে are, You এর সাথে are, They এর সাথে are বসে এবং কর্তা 3rd person singular number হলে এর সাথে is বসে।