
Rule-2 : কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করে না, বলে না, যায় না, খায় না ইত্যাদি যুক্ত থাকলে Present indefinite tense এর negative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ:
গঠন : Sub.+ do not/ does not + মূল verb এর present form+ Ext.
যেমন-
আমি ভাত খাই না – I do not eat rice.
সে ভাত খায় না- He does not eat rice.
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে ‘does not’ এবং অন্য সকল person -এ ‘do not’ বসে।