মোঃআনোয়ারুলইসলাম অপূর্ব,
লালমনিরহাট:
কয়েকদিনের ব্যবধানে লালমনিরহাটের আদিতমারীতে অধিকহারে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ ও মরিচসহ অন্যান্য দ্রব্যের মূল্য।গত সপ্তাহে আদিতমারীর বিভিন্ন এলাকার হাট-বাজার গুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো ৯০-১০০টাকা দরে,বর্তমান চলতি সপ্তাহে বৃদ্ধি পেয়ে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা দরে, তবে লাগামহীন ঘোড়ার ন্যায় একেবারেই বৃদ্ধি পেয়েছে বাজারে কাঁচা মরিচের দাম।এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মরিচে বৃদ্ধি ২০০টাকা। গত সপ্তাহে প্রতি কেজি মরিচ বিক্রি হতো ২০০টাকা পর্যন্ত , চলতি সপ্তাহে বর্তমান বাজারে তা বৃদ্ধি পেয়ে প্রতি কেজি কাঁচামরিচ ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে ৪০০টাকা করে। এছাড়াও কাঁচা শাকসবজিসহ অন্যান্য দ্রব্যের
মূল্যও বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে ১০-২০টাকা পর্যন্ত। দু”সপ্তাহ আগে প্রতি কেজি আলু প্রকারভেদে ছিল ৪০-৫০টাকা, বর্তমান চলতি বাজারে বৃদ্ধি পেয়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০-৬৫টাকায়। মুলা, বেগুন এবং করল্লা সহ অন্যান্য সবজিতেওএকই অবস্থা দেখা দিয়েছে। বাজারে শীতের আগাম সবজি গুলোর মূল্যও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। মাছ, মাংস ও ডিমেও রয়েছে উর্ধ্বগতি।
এ বিষয়ে কাঁচামাল ব্যবসায়ী মো. কাসেম আলীসহ আরও কয়েকজন জানান,দেশে ভারী বৃষ্টি আর আকস্মিক বন্যায়
এসব ফসল নষ্ট হওয়ায় বাজারে কাঁচা শাকসবজিসহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে তাদের ধারণা।
এছাড়াও সাধারণত নিম্ন আয়ের ক্রেতা ও ভোক্তাদের অনেকেই এ বিষয়ে বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নাম শুনেছি, কিন্তু কোনদিন দেখিনি এসব বাজারে ভোক্তা অধিকারের লোক এসে বাজার তদারকি করতে এবং বাজার নিয়ন্ত্রণ করতে, এমনকি দ্রব্যমূল্যের দাম নির্ধারণ
করতে।