
ক্রাইম পেট্রোল ডেস্ক>> জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার লামা প্রতিনিধি ও পার্বত্য লামার ফাঁসিয়াখালী ইউনিয়নস্হ হায়দারনাশী গ্রামার স্কুলে পরিকল্পিত হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
অভিযোগকারী স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক ফরিদুল আলম বাবলু জানিয়েছেন,অর্তকিতভাবে মঙ্গলবার সকাল ১১টার দিকে আমার প্রতিষ্ঠিত হায়দারনাশী গ্রামার স্কুলে ঢুকে চেয়ার,টেবিল,বিভিন্ন আসবাবপত্রসহ আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুরসহ আমাকে মারধর করে। এছাড়াও যাওয়ার পথে ক্যাশ টেবিল ভেঙে নগদ টাকা ও আমার ব্যবহৃত টাচ মোবাইলটি ছিনিয়ে নিয়ে গেছে।হামলাকারীরা হলেন,আমার স্কুল সংলগ্ন হায়দারনাশী এলাকার জাগের হোসেন,(বর্মাইয়া)জাফর আলমের স্ত্রী সহ আরো পরিচিত ১০/১২ জনের অস্ত্রধারী সংঘবদ্ধ দল।হামলা ও লুটপাট করে যাওয়ার পথে আমাকে প্রাণের হুমকি দিয়ে গেছে। এবিষয়ে আমি লামা থানায় মামলা দায়ের করব।


















