
জেলাপ্রতিনিধি , রংপুর : রংপুরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিকেলে র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রবিবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাল দিঘি বাজার টু কুমেদপুর বাজারগামী রাস্তার পাশে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য গাইবান্ধা সদরের ধোপাডাঙ্গা মুন্সিপাড়া এলাকার মোঃ আব্দুর রউফ (৩৭)কে গ্রেফতার করে। রবিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে একই সংগঠনের মোঃ শরীফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেন। গ্রেফতারকালে তাদের হেফাজতে থাকা বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন এবং সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতার আব্দুর রউফ পেশায় চাকরিজীবী এবং শরীফুল ইসলাম সিএনজি চালক। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তারা।