জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ র্যাবের হাতে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ জিনারুল হক (২৮) নামের ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। জিনারুল হক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প জানান, বৃহস্পতিবার আড়াই টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬’র একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা-জীবননগর মহাসড়ক সংলগ্ন আলহেরা ইসলামী মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে অভিযান চালিয়ে জিনারুল হক নামের ১জন মাদক ব্যবসায়ীকে গেফতার করা হয়। সে সময় জিনারুলের কাছ থেকে ১৬৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল সেট ও ১টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরে আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।