
ঝিনাইদহ প্রতিনিধি :
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণির অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে রেজাউল করিম ও সাইফুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকালে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে অভিযানিক দল ঝিনাইদহ শহরের আরাপুর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সামনে থেকে হরিণাকুন্ডুর চরপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে রেজাউল করিম ও সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মহামায়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে সাইফুলকে আটক করে। তাদের কাছ থেকে র্যাব ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল সেট, ০৬টি সীম কার্ড এবং নগদ ১০,৫২০/- টাকা জব্দ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।