

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় হিজড়া জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় এই জনগোষ্ঠীর ১৭০ জন সদস্যের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। গতকাল ২৮ এপ্রিল (বুধবার) বিকেল সাড়ে ৩ টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন,করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশাজীবি কর্মহীন মানুষ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই কর্মসূচি বাস্তবায়নে রংপুর মহানগরীর ১৭০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে আজ ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এসময় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


















