মো. সাইফুল্লাহ খাঁন,জেনাপ্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগাছায় বিদ্যুতায়িত হয়ে জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের তালুক কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে টর্স লাইট চার্জে দেওয়ার সময় জাহাঙ্গীর আলম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।