মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরবাসীর বহুল প্রত্যাশিত পীরগঞ্জ মেরিন একাডেমি’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এ মেরিন একাডেমির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার নবসৃষ্ট অবকাঠামো ও জলযান এর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে উক্ত একাডেমি’র উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে মেরিন একাডেমি ছাড়াও পায়রাবন্দরের জন্য অধিগ্রহণকৃত এলাকার ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৪২৩ টি পরিবারকে উন্নতমানের বাড়ি হস্তান্তর ও জলযানের উদ্বোধন করেছেন তিনি। এ উপলক্ষে স্বল্প পরিসরে মেরিন একাডেমি’র হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান,বাংলাদেশ মেরিন একাডেমী রংপুর এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকার পিএসসি, রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, পীরগঞ্জের পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।