মো. সাইফুল্লাহ্ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বনপা’র রংপুর জেলা আহ্বায়ক কমিটি। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বনপা’র সেনপাড়াস্থ রংপুর জেলার অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বনপা’র জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জি,এম,এম রহমান সৌরভ, সদস্য সচিব হাসান ফেরদৌস রাসেল, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, মিজানুর রহমান বিপ্লব,আমিরুল ইসলাম, সদস্য এসএম জাকির হুসাইন, আক্তারুজ্জামানসহ বনপা’র জেলা আহ্বায়ক কমিটির সকল সদস্য, মোঃ এজাজ আহম্মেদ, মোঃ বেলায়েত হোসেন (বাবু) সহ রংপুরের আর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এর প্রকাশক ও সম্পাদকবৃন্দ। গত ১৬ অক্টোবর করোনা সংক্রমিত হন তথ্যমন্ত্রী। ওই দিনে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।পরে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। মন্ত্রীর রোগ মুক্তি কামনা করেন সারা দেশের রাজনৈতিক,প্রশাসনিক, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন অঙ্গ সংগঠন,তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দ্রুত রোগ মুক্তি কামনায় বনপা রংপুর এর অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল পরিচালনা করেন নগরীর সেনপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মহসিন আলী রেজা।