
মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরে টার্কি মুরগি খামারীদের ৮কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬ পরিচালকের বিরুদ্ধে অক্টালিংক এগ্রো লিমিটেড কোম্পানির পরিচালক সংবাদ সম্মেলন করেছেন।
আজ ৩০ নভেম্বর শনিবার দুপুরে রংপুর নগরীর ধাপ এলাকায় নিজ চেম্বারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অক্টালিংক এগ্রো লিমিটেড কোম্পানির পরিচালক ডা. সৈয়দ আবু তালেব ও সাবেক চেয়ারম্যান মওদুদা আখতার এই অভিযোগ করেন।
রংপুরে অক্টালিংক এগ্রো লিমিটেড নামে প্রতিষ্ঠানের ৬ পরিচালকের বিরুদ্ধে আত্মসাতের এমন অভিযোগ উঠেছে।
জানা গেছে, অভিযুক্তরা টার্কি খামারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করাসহ বহুমুখী প্রলোভন দেখিয়ে বিশাল অঙ্কের এই ৮কোটি টাকা হাতিয়ে এখন গা ঢাকা দিয়েছেন।
এ ঘটনায় গত ১৮ নভেম্বর রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গা ঢাকা দেওয়া ওই ৬ পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আনতে একটি মামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
লিখিত বক্তব্যে ডা. সৈয়দ আবু তালেব বলেন, চাকরি থেকে অবসর গ্রহণের পর আমার গ্রামের বাড়ি মিঠাপুকুর এলাকার শাকিল নামে এক ব্যক্তির মাধ্যমে ইসমাইল হোসেন শাওনের পরিচয় হয়। পরবর্তীতে শাওন বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে ও আমার স্ত্রীকে স্থানীয় খামারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাসহ এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক বিনিয়োগের প্রস্তাব দেন।
তিনি বলেন, গত বছরের ৩ এপ্রিল জয়েন্ট স্টক কোম্পানি হতে অক্টালিংক এগ্রো লিমিটেড নামের এই কোম্পানিটি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। ওই সময়ে আমার স্ত্রী মওদুদা আখতারকে চেয়ারম্যান, ইসমাইল হোসেন শাওনকে ব্যবস্থাপনা পরিচালক ও তাকেসহ আরও ৬ জনকে পরিচালক করা হয়। উল্লেখ্য, ব্যক্তিগত কারণে চলতি বছরের ২৫ জুন মওদুদা আখতার কোম্পানির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।