মোঃ সাইফুল্লাহ খান, রংপুর সদর প্রতিনিধি :
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার, সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ,শিক্ষাঙ্গণে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত,ছাত্ররাজনীতি নিষিদ্ধের পাঁয়তারা বন্ধ ও ভারতের সাথে সম্পাদিত সকল অসম চুক্তি বাতিলের দাবিতে আজ ১২ অক্টোবর সকাল ১১ টায় “বৈষম্য ও নিপীড়ণের বিরুদ্ধে রংপুর” এর ব্যানারে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে ও নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক চিনু কবীর, লেখক ও গবেষক ডঃ মিজানুর রহমান নাসিম,উদীচি’র অধ্যাপক কাফি সরকার, শিক্ষক নেতা বনমালী পাল, বিজ্ঞান চেতনা পরিষদের অ্যাডভোকেট রায়হান কবীর, প্রজন্ম একাত্তরের নেতা দেবদাস ঘোষ দেবু, শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, সমাজকর্মী সাইফুল্ল্যাহ খাঁন, সালাউদ্দিন বাবু,দুরন্ত বাংলা কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গোবিন্দ চন্দ্র দাস প্রমুখ।
প্রায় দুই ঘন্টা যাবত চলে সমাবেশ। এসময় পলাশ কান্তি নাগসহ অনেকের বক্তব্যে আববার হত্যাকান্ডে ছাত্রলীগ সন্ত্রাসীদের পাশবিকতা ও নির্মম নির্যাতনের বর্ণনা উঠে আসে। সম্প্রতি ক্যাসিনো কেলেঙ্কারি, র্যাব সদস্যদের প্রতি বিএসএফ এর নির্যাতন, ভারত কর্তৃক ফেনী নদীর পানি চুরির ঘটনা উল্লেখ পুর্বক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এ সমাবেশ থেকে। জনগণের প্রতি অগণতান্ত্রিক আচরণ, বাক স্বাধীনতা হরণ এবং আইনের শাসনের অনুপস্থিতিজনিত নানাবিধ বিষয়ে বক্তব্য দেয়ার পাশাপাশি খুন,সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।
সেইসাথে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।