রংপুর প্রতিনিধি:
রংপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়ার লেডিস্ ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতি রংপুর অঞ্চলের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে নগরীর নিসবেতগঞ্জ জরিমুন নেছা স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন,লেডিস ক্লাবের সভাপতি মির্জা সানজীদা হাসানসহ ক্লাবের অন্য সদস্যরা।
লেডিস ক্লাব সভাপতি মির্জা সানজীদা হাসান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের যেকোনো উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
উত্তরাঞ্চলে শীতের প্রকোপ থেকে অসহায় মানুষদের রক্ষায় প্রতি বছরের মত এবারও শীতবস্ত্র প্রদান করা হচ্ছে।
ভবিষ্যতে ও দেশের সাধারণ জনগণের সেনাবাহিনী বিভিন্ন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।’