রংপুর ব্যুরোঃ
জনপ্রশাসনে ৮২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করেছে সরকার। এর আগে তারা উপসচিব ছিলেন।
বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়ম অনুযায়ী, পদোন্নতি দিয়ে দেশে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিবদের এখনো পদায়ন করা হয়নি।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৭৮ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দফতরে কর্মরত আছেন। আর চারজন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্মসচিবের মোট সংখ্যা হলো ৭৩২ জন। যুগ্মসচিবের নিয়মিত পদের সংখ্যা ৪ শতাধিক।
এবার যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল ২১তম ব্যাচ। বিবেচনায় এসেছেন এর আগের পদোন্নতি বঞ্চিতরাও। এত সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতির পর বঞ্চিত হওয়ার অভিযোগও রয়েছে।
এর আগে সর্বশেষ গত বছরের ২৯ অক্টোবর ২১৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।
উল্লেখ্য , যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত ৮২ কর্মকর্তার মধ্যে রংপুর বিভাগের ৭ জন কৃতীসন্তান উপ-সচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁরা হলেন-
১। আকতার হোসেন আজাদ, পরিচালক (উপসচিব) দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা। নিজ জেলা: নীলফামারী; ২। মোছাঃ সুলতানা পারভীন,উপসচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা, নিজ জেলা: পঞ্চগড়; ৩। নাঈমা হোসেন, উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ও সাহিত্য_সাংষ্কৃতিক_সম্পাদক,রংপুর বিভাগ সমিতি,নিজ জেলা: লালমনিরহাট;
৪। মোছাঃ মাকছুমা আকতার বানু, উপসচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ঢাকা ও সদস্য রংপুর বিভাগ সমিতি,নিজ জেলা: গাইবান্ধা; ৫। শাহ ইমাম আলী রেজা,
উপসচিব রেলপথ মন্ত্রণালয়,নিজ জেলা: রংপুর; ৬। মোঃ আল আমিন সরকার, উপসচিব স্হানীয় সরকার বিভাগ, ঢাকা ও সদস্য রংপুর বিভাগ সমিতি, নিজ জেলা: গাইবান্ধা; ৭। মোহাম্মদ মনোয়ার উজ জামান,পরিচালক (উপসচিব) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল,ঢাকা
নিজ জেলা: নীলফামারী।