দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ>>
ময়মনসিংহ নগরীর অ’সহনীয় যা’নজট সমস্যা নিরসনে ১২ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। মঙ্গলবার বিকেলে দীর্ঘ ৩ ঘন্টাব্যাপী ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য জানান, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে নগরীতে যা’নজট থাকবে সহনীয় মাত্রায়। নগরীর ভ’য়াবহ যানজট পরিস্থিতিতে প্রতিদিনই অ’চল হয়ে পড়ছে জনজীবন। এই অচলাবস্থা নিরসন করে সড়কে শৃঙ্খলা রক্ষা ফিরিয়ে আনতে জেলা পুলিশ প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস চলাচলে রহমতপুর-দীঘারকান্দা হয়ে নগরীর পাটগুদাম মোড়ে যাতায়াত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকাল ৯ টার মধ্যে কলেজ বিশ্ব বিদ্যালয় ও মেডিক্যাল কলেজের বাস পূর্বনির্ধারিত রুটে যাতায়াত বহাল থাকলেও ৯ টার পর রহমতপুর-দীঘারকান্দা বাইপাস ব্যবহার করতে হবে। তবে নগরীতে ফেরার পথে পলিটেকনিক মোড়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নামিয়ে ফিরে যেতে পারবে। নগরীর পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড়ের প্রধান লেনে দূরপাল্লার যাত্রীবাহী বাস দাঁড়াতে পারবে না।পাটগুদাম বাস টার্মিনাল থেকে বের হওয়ার সময় যাত্রীবাহী বাসকে দরজা বন্ধ করে ব্রিজ মোড় পার হতে হবে। টাউনহল মোড়ে সিএনজি, মাহিন্দ্র, পালকি পরিবহণ যাত্রী পরিবহণ ও দাঁড়াতে পারবে না। মুমিনুন্নিসা কলেজের পশ্চিম দিকে কার্পেটিং করা সড়কের ওপর কোন সিএনজি পার্কিং করতে পারবে না। একইভাবে চরপাড়া মোড়ে কোন সিএনজি মাহিন্দ্র পার্কিং করে যাত্রী পরিবহণ করতে পারবে না। হাসপাতালের সামনে প্রধান সড়কের এক লেনের ওপর সর্বোচ্চ ১০ টি এম্বুলেন্স দাঁড়ানোর সুযোগ রাখা হয়েছে।
ত্রিশাল বাসস্ট্যাণ্ড থেকে শালবন পরিবহণ সার্ভিস সরিয়ে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ে যেতে হবে। ধোপাখলা মোড় থেকে কুরিয়ার সার্ভিসের অফিস অন্যত্র সরিয়ে নিতে হবে। দিনের বেলায় ট্রাক চলাচল নির্ধারিত সময় পর্যন্ত বন্ধ রাখা হবে। মিনি ট্রাক ও পিকআপ চলাচলেও নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। অটোরিক্সা ও থ্রি হইলার চলাচলেও মানতে হবে দিক নির্দেশনা। যত্রতত্র যাত্রী ওঠানামা করলে নেয়া হবে ব্যবস্থা। পাটগুদাম মোড়ে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করতে পারবে না কোন অটো রিক্সা।
সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, পরিবহণ মালিক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ, অটোরিক্সা, সিএনজি, মাহিন্দ্র অ্যাম্বুলেন্স পরিবহণ সমিতি নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ ও কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ-বাংলাদেশ এর পরিবহণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।